https://res.cloudinary.com/hakkanidsam--cloudinary/image/upload/v1720859380/logo_zn49gi.webp

হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসা, ফরিদপুর

স্থাপিতঃ ১৯৯৭ ইংEIIN: 108792
ইমেইলঃ hakkanidarbarsharifamm@gmail.comমোবাইলঃ 01309-108792

হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসা, ফরিদপুর

প্রতিষ্ঠাতা সভাপতির বাণী

https://res.cloudinary.com/hakkanidsam--cloudinary/image/upload/v1720859377/founder-president-photo1695537491_i0g8zq.webp

হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসাটি একটি ব্রত থেকে এর যাত্রা শুরু হয়। সেই ব্রত দেখাতে যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন তিনি হলেন হাক্কানী দরবার শরীফে শায়িত এবং আমার মুর্শিদ কেবলা। তিনি যখন ওফাত লাভ করেন, তখন এখানে দাফন করে বেশ কয়েকদিন থাকার পড়ে প্রথম, একটি বড় মসজিদ করার চিন্তা করি। কিন্তু, যেই মসজিদটি এখানে আছে তা-ই মুসুল্লি দিয়ে পরিপূর্ণ হয় না। তখন মনে করলাম যে মসজিদ আগে বড় না করে মসজিদের মুসুল্লি বানানোর একটি কারখানা নির্মাণ করা দরকার।


সেই ব্রত থেকে ১৯৯৭ সনে হাক্কানী দরবার শরীফ আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার জন্য প্রথম জমি ক্রয় করে একটি টিনসেড ঘর দিয়ে এর যাত্রা শুরু হয়। আস্তে আস্তে এখানে মানুষ তাদের সন্তানদের দিতে শুরু করেন। এবং এখানে এখন ৩টি বহুতল ভবন এবং প্রায় ৮০০ জন ছাত্র/ছাত্রী অধ্যয়ন করছে। এখানে দাখিল থেকে আলিমে উন্নীত হয়েছে। ছাত্র/ছাত্রীরা এখানে বিজ্ঞান বিভাগে পড়ার জন্য বিজ্ঞান বিভাগ খোলা হয়েছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে। মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার ছাত্র/ছাত্রীরা শিখছে।


প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সি.সি. ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। দক্ষ শিক্ষক-মণ্ডলী যেমন এখানে আছে, তেমনি দক্ষ পরিচালনা পরিষদও এখানে রয়েছে। সকলের সহযোগিয়তায় এ প্রতিষ্ঠানটি আরো অনেক দূর এগিয়ে যাবে সেই প্রত্যাশায় শেষ করছি।


আল্লাহ হাফেজ।

জনাব আলহাজ্ব মাকছুদুর রহমান

(প্রতিষ্ঠাতা সভাপতি)